১৯৮০ সালের ৭ জুন তারিখে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) নামে গ্যাস উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্ব নিয়ে গ্যাস সেক্টরে একটি মডেল কোম্পানী হিসেবে এ কোম্পানীর যাত্রা শুরু হয়েছিল।পরবর্তীতে পেট্রোবাংলা ও এর কোম্পানী সমূহের পুনর্গঠন প্রক্রিয়ায় ১৯৮৯ সালের ৩১ মে তারিখে বাখরাবাদ গ্যাস ফিল্ডসহ কোম্পানীর উৎপাদন কার্যক্রম বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)-এর নিকট হস্তান্তর করা হয়।
অপরদিকে, সরকারি সিন্ধান্তের আলোকে ২ সেপ্টেম্বর ২০০৪ তারিখে বাখরাবাদ-ডেমরা সঞ্চালন পাইপলাইন এবং ১৮ অক্টোবর ২০০৪ তারিখে বাখরাবাদ-চট্রগ্রাম সঞ্চালন পাইপলাইন গ্যাস ট্রান্স মিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর নিকট হস্তান্তর করা হয়। ফলে অত্র কোম্পানীর কার্যক্রম শুধুমাত্র গ্যাস বিতরণ ও বিপণনে সীমাবদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে ১৭ নভেম্বর ২০০৮ তারিখে সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী তিতাস গ্যাস ট্রান্সমিশন্ এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীলিমিটেড (টিজিটিডিসিএল) এবং বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) কে পুনর্বিন্যাস করে বৃহত্তর চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম অঞ্চল নিয়ে“কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ”(কেজিডিসিএল) এবং বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও টিজিটিডিসিএল–এর নিয়ন্ত্রণাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে “ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড” (মূলকোম্পানী) নামে দুটি কোম্পানী গঠন করা হয়। সে আলোকে গত ৩০ জুন ২০১১ তারিখে অনুষ্ঠিত কোম্পানীর শেয়ার হোল্ডার গনের বিশেষ সাধারণ সভায় কোম্পানীর নাম “ বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড”পরিবর্তন করে “বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড”করা হয়।